আমরা: এক সচেতন প্রয়াস | 30 July, 2020 | 7909

পশ্চিমবঙ্গ : সাম্প্রদায়িক দাঙ্গা, ২০১৭ বসিরহাট, বাদুরিয়া

বছর সতেরোর এক কিশোরের করা ফেসবুক পোস্ট, আর সেই পোস্টে থাকা ধর্মীয় বিদ্বেষমূলক অশালীন এক কার্টুন, মুহুর্তের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অংশে ঘনীভূত করে দিল ক্ষোভের কালো মেঘ। শুরু হয়ে গেল উত্তর ২৪ পরগণার বিস্তীর্ণ অঞ্চল (বাদুড়িয়া, বসিরহাট ইত্যাদি) জুড়ে ক্ষোভ-বিক্ষোভ অবরোধ। উঠে আসল গণহত্যার অভিযোগ। এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অসহিষ্ণু মানসিকতার কোন স্তরে অবস্থান আমাদের।

ধর্মীয় বিদ্বেষ ফেসবুক পোস্ট অশ্লীল কার্টুন উল্টোরথ ত্রিমোহিনী কুশপুতুল দাহ মায়ের ইচ্ছে মন্দির স্বরূপনগর তেঁতুলিয়া সাম্প্রদায়িক হিংসা সাম্প্রদায়িক দাঙ্গা আল্লাহু আকবর জয় শ্রীরাম শ্লোগান ১৪৪ ধারা বাদুরিয়া দেগঙ্গা মাগুরখালি বসিরহাট বহিরাগত জামাতি ধর্মীয় শিক্ষা মেরুকরণ সাম্প্রদায়িক প্রচার

Read more